আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 25 June 2022

 নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স - 25/06/22 শেয়ার করবো। যদি ভালো লাগে অব্যশই কমেন্ট করে জানাবেন। 


আজকের কারেন্ট অ্যাফেয়ার্স 25 June 2022


1. যুদ্ধের কারণে ইউক্রেনের স্থানচ্যুত শিশুদের সাহায্য করতে কে নোবেল পুরস্কার বিক্রি করে দিলেন ? 

উত্তর রাশিয়ার Dmitry Muratov 

2. National Institute of Public Finance and Policy এর ডাইরেক্টর পদে কে নিযুক্ত হলেন

 উত্তর- আর কবিতা রাও - 

3. ভারতের প্রথম National Defence Academy এর মহিলা ব্যাচের পরীক্ষায় প্রথম কে হলেন ? 

উত্তর - শানন ঢাকা

 4. সম্প্রতি কোথায় নতুন বাণিজ্য ভবনের উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী ? 

উত্তর - নিউ দিল্লী 

5. সম্প্রতি কোন্ দেশ ' Nuri ' নামে একটি প্রথম দেশীয় রকেট লঞ্চ করলো ? 

উত্তর - দক্ষিণ কোরিয়া

 6. কোথায় Mango Festival এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ? 

 উত্তর - বেলজিয়াম 

7. সরকারি বিদ্যালয়ে শিক্ষার জন্য কোন্ কোম্পানির সাথে MoU স্বাক্ষর করলো অন্ধ্রপ্রদেশ ?

 উত্তর - Byju's 

৪. আন্তর্জাতিক অলিম্পিক দিবস কবে পালন করা হয় ? - 

উত্তর - 23 জুন 

9. ভারতের প্রথম এয়ারপোর্ট হিসেবে সম্পূর্ণ পুনর্নবীকরণ যোগ্য শক্তিতে কোনটি পরিচালিত হচ্ছে ?

 উত্তর - দিল্লী এয়ারপোর্ট 

10. WCC রিপোর্ট অনুযায়ী Global Gold Refining and Recycling তালিকায় ভারতের স্থান কত ?

 উত্তর - চতুর্থ

অনুরোধ :
আমাদের এই পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, পোস্ট টি যদি ভালো লাগে তাহলে অব্যশই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ও আমাদের কমেন্ট করে জানান।

Post a Comment

0 Comments