জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী

 নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর শেয়ার করবো। যদি ভালো লাগে অব্যশই কমেন্ট করে জানাবেন। 


জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর


1) পন্ডিত জওহরলাল নেহরু কোন বইটি লিখেছেন?

উত্তরঃ ইতিহাসের রূপরেখা।

2. ভারতের দীর্ঘতম সেতু কোনটি ?

উত্তরঃ বিহারের শোন নদীর সেতু। 

3) কোন সংস্কারক প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন?

উত্তরঃ আত্মারাম পান্ডুরং।

4) ভারতের বৃহত্তম বিমান বন্দরের নাম কি ?

উত্তরঃ ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর।

5) গণপরিষদে বিখ্যাত ‘অবজেক্টিভ রেজোলিউশন’ তৈরি করা নেতা কে ছিলেন?

উত্তরঃ নবাব সলিমুল্লাহ।

6)  ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি ?

উত্তরঃ থর মরুভূমি। 

7) 1946 সালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে ছিলেন?

উত্তরঃ জওহরলাল নেহরু.

8) ভারতের বৃহত্তম মসজিদ কোনটি ?

উত্তরঃ দিল্লীর জামা মসজিদ।

9) মুয়াজ্জমকে কে শাহ-ই-বেখবর বলে ডাকে?

উত্তরঃ কাফি খান।

10) ভারতীয় সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ?

উত্তরঃ ৪০নং ধারায়। 

11) কোন মুঘল শাসক পেশা বালাজী বিশ্বনাথের কাছে মারাঠা জমিতে চৌথ ও সর্দেশ মুখী সংগ্রহের অনুমতি দিয়েছিলেন?

উত্তরঃ ফররুখসিয়ার

12) ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ? 

উত্তরঃ বম্বে।  

13) নূরজাহানের জামাতা কে ছিলেন?

উত্তরঃ শাহরিয়ার

14) অ্যাসিড আবিষ্কার হয় কত সালে ?

উত্তরঃ ১৯৮১ সালে।

15) ব্রাহ্মসমাজের মূল উদ্দেশ্য কি?

উত্তরঃ হিন্দু ধর্মকে শুদ্ধ করুন এবং একেশ্বরবাদ প্রচার করুন।

16) সলবাইয়ের সন্ধি কত সালে হয় ? 

উত্তরঃ ১৭৮২ সালে।

17) রাজা রামমোহন রায়ের আইনী অবদান কি?

উত্তরঃ সতীদাহ প্রথার বিলুপ্তি।

18) কুনিক উপাধি কে গ্রহণ করেন ?

উত্তরঃ অজাতশত্রু । 

19) কোন নেতা অসহযোগ আন্দোলনের সময় বিদেশী কাপড় পোড়ানোকে ‘অসংবেদনশীল বর্জ্য’ শব্দটি দিয়েছিলেন?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরr

20) HIV এর পুরো নাম কি ? 

উত্তরঃ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস।

21) GST এর পুরো কথা কী ?

উত্তরঃ গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স।

22)সিজদা ও পাইবস কে প্রবর্তন করেন ?

উত্তরঃ গিয়াস উদ্দিন বলবন।

24) ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানো হয়েছে ?

উত্তরঃ ১৭নং ধারা।

25) ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে ?

উত্তরঃ ১৯নং ধারা।

26) কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?

উত্তরঃ বল্লাল সেন। 

27) আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত ? 

উত্তরঃ দিল্লীতে। 

28) ডিবলিং শব্দটি কোন খেলার সাথে যুক্ত ?  

উত্তরঃ বাস্কেট বল। 

29) দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তরঃ শর্টপুট।

30) গ্রীষ্মকালীন অলিম্পিক ২০২১ কোথায় অনুষ্ঠিত হবে ?

উত্তরঃ টোকিও, জাপান।

অনুরোধ :
আমাদের এই পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, পোস্ট টি যদি ভালো লাগে তাহলে অব্যশই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ও আমাদের কমেন্ট করে জানান। 

Post a Comment

0 Comments