72 Important Bangla GK Questions and Answers

 নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে 72 Important Bangla GK Questions and Answers শেয়ার করবো। যদি ভালো লাগে অব্যশই কমেন্ট করে জানাবেন। 


72 Important Bangla GK Questions and Answers


০১. আমার স্বপ্নের ভারত (The India of my dreams) কে বলেছিলেন?
 ➟ডঃ আব্দুল কালাম।

০২. আমেদাবাদ কটন টেক্সটাইল কে গঠন করেন?
 ➟গান্ধিজি।

০৩. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
 ➟ স্বামী দয়া নন্দ সরস্বতী।

০৪. আর্যসমাজ কত সালে ‘সারা ভারত শুদ্ধি সভা’ গঠন করেন?
 ➟ ১৮৭৭

০৫. আলিপুর ষড়যন্ত্র মামলায় রাজসাক্ষী কে ছিলেন?
 ➟ নরেন গোঁসাই।

০৬. আলীগড় আন্দোলনের প্রবর্তক কে?
 ➟ স্যার সৈয়দ আহমদ্ খান।

০৭. আলীগড় কলেজের প্রথম অধক্ষ্য কে ছিলেন?
 ➟ স্যার থিওডর বেক।

০৮. আসাম অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়?
 ➟ ১৯০৫ খ্রিঃ।

০৯. আসামে  সার্বজনিক সভা কে গঠন করেন?
 ➟ জগন্নাথ বড়ুয়া।

১০. আসামের কোন্ অঞ্চল গণভোটের মাধ্যমে পুর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়?
 ➟ সিলেট।

১১. আসামের কোন কোন পাহাড় নিয়ে মেঘালয় রাজ্য গঠিত হয়?
 ➟ লুসাই পাহাড়, উত্তর কাছার, গারো পাহাড়, খাসি, জয়ন্তিয়া পাহাড়।

১২. আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
 ➟গোপী নাথ বরদলই।

১৩. ইউনিয়ন অব ডেথ কী?
 ➟ একটি সন্ত্রাসবাদী দল।

১৪. ইউরোপের কোন্ দেশে প্রথম ফ্যাসিবাদের জন্ম হয়?
 ➟ ইতালিতে।

১৫. ইউরোপের রুগ্নমানুষ কাকে বলা হয়?
 ➟ তুরস্ক।

১৬. ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন?
 ➟ রমেশচন্দ্র দত্ত

১৭. ইকবাল কে ছিলেন?
 ➟ একজন উর্দু কবি, যিনি সারে জাহাসে আচ্ছা গান রচনা করেছিলেন।

১৮. ইটালি কবে আবিসিনিয়া দখল করেন?
 ➟ ১৯৩৬ খ্রিঃ।

১৯. ইতালিতে কার্বোনারি দলের প্রতিষ্ঠাতা কে?
 ➟ ম্যাৎসিনি।

২০. ইন্ডিপেন্ডেন্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন?
 ➟ ড. বি. আর আম্বেদকর।

২১. ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন?
 ➟ শ্যামজি কৃষ্ণ বর্মা।

২২. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে?
 ➟ সুর্য্যসেন।

২৩. ইন্দো চীনের বর্তমান নাম কী?
 ➟ ভিয়েতনাম।

২৪. ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি?
 ➟ ড. সুকর্ন।

২৫. ইয়ং ইটালি কে গঠন করেন?
 ➟ম্যাৎসিনি ।

২৬. ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন?
 ➟ লালালাজপত রায়।

২৭. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে?
 ➟ মহাত্মা গান্ধি।

২৮. ইয়ং বেঙ্গল দলের মুখপত্রের নাম কী?
 ➟পার্থেনন ।

২৯. ইয়ংবেঙল কাদের বলা হয়?
 ➟ ডিরজিওর অনুগামীদের।

৩০. ইয়ংবেঙল দল কে গঠন করেন?
 ➟ ডিরোজিও।

৩১. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
 ➟ ১৯৪৫ খ্রিঃ।

৩২. ইল দুচে কার উপাধি ছিল?
 ➟ মুসোলিনি।

৩৩. ইলবার্ট বিল কে চালু করেন?
 ➟ স্যার ইল্বার্ট।

৩৪. ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম লেখো। ➟ বর্ণপরিচয়।

৩৫. উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয়?
 ➟ রাজা রামমোহন কে।

৩৬. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়?
 ➟ ১৭৮৪ খ্রিঃ।

৩৭. এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
 ➟ স্যার উইলিয়াম জোন্স, ১৭৮৪ খ্রিঃ।

৩৮. কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়?
 ➟ নাগপুর অধিবেশনে।

৩৯. কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়?
 ➟ বোম্বাই অধিবেশনে।

৪০. কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
 ➟ বদরুদ্দিন তায়েবজ়ি।

৪১. কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে?
 ➟ দাদাভাই নৌরজি

৪২. কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়?
 ➟ ১৯১১ খ্রিঃ।

৪৩. কত খ্রিষ্টাব্দে ‘অসম এসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয়?
 ➟ ১৯০৫

৪৪. কত খ্রিষ্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?
 ➟ ১৮৩৫ খ্রিঃ।

৪৫. কত খ্রিষ্টাব্দে ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়?
 ➟ ১৯৭২ খ্রিঃ।

৪৬. কত খ্রিষ্টাব্দে ত্রিপুরায় প্রথম সাধারণ নির্বাচন হয়?
 ➟ ১৯৫১-৫২ খ্রি।

৪৭. কত খ্রিষ্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়েছিল?
 ➟ ১৯১৮খ্রিঃ।

৪৮. কত খ্রিষ্টাব্দে মন্তেগু চেমস্ফোর্ট সংস্কার আইন পাশ হয়?
 ➟ ১৯১৯ খ্রিঃ।

৪৯. কত খ্রিষ্টাব্দে মনিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে?
 ➟ ১৯৭২ খ্রিঃ।

৫০. কত খ্রিষ্টাব্দে রিফরম্ অ্যাক্ট চালু হয়?
 ➟ ১৮৩২ খ্রিঃ।

৫১. কত খ্রিষ্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়?
 ➟ ১৮২৯ খ্রিঃ।

৫২. কত খ্রিস্টাব্দে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
 ➟ ১৮৮২ খ্রিঃ

৫৩. কত খ্রিস্টাব্দে মণ্টেগো চেমসফোর্ট্ সংস্কার আইন পাশ হয়?
 ➟ ১৯১৯খ্রিঃ।

৫৪. কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়?
 ➟ ১৯১৩ খ্রিঃ।

৫৫. কত সালে নৌ বিদ্রোহ ঘটে?
 ➟ ১৯৪৬ খ্রিঃ।

৫৬. কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়?
 ➟ ১৯১৪-১৯১৮ খ্রিঃ।

৫৭. কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়?
 ➟ ১৯০৫ খ্রিঃ

৫৮. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?
 ➟ ১৯০৬ খ্রিঃ ১৬ই অক্টোবর।

৫৯. কবে কাদের মধ্যে মিউনিখ চুক্তি সম্পাদিত হয়?
 ➟ মুসোলিনির উদ্যোগে এংলান্দ-ফ্রান্স-জার্মানির মধ্যে।

৬০. কবে কার  সভাপতিত্বে কংগ্রেসের ৩য় অধিবেশন অনুষ্ঠিত হয়?
 ➟ বদরুদ্দিন তায়েবজি, ১৮৮৭খ্রিঃ।

৬১. কবে খিলাফত দিবস পালিত হয়?
 ➟ ১৯১৯ খ্রিঃ ১৭ অক্টোবর।

৬২. কবে প্রতক্ষ্য সংগ্রামের ডাক দেওয়া হয়?
 ➟ ১৯৪৬ খ্রিঃ ১৬ ই আগস্ট।

৬৩. কবে পাকিস্তানের জন্ম হয়?
 ➟ ১৯৪৭ সালের ১৪ আগস্ট।

৬৪. কবে ভগৎ সিং এর ফাঁসি হয়?
 ➟ ১৯৩১

৬৫. কবে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়?
 ➟ ১৯৪৭ খ্রিঃ, ৪ ঠা জুলাই ।
৬৬. কবে সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ গঠিত হয়?
 ➟ ১৯৩৯ খ্রিঃ, ৩ সেপ্টেম্বর।

৬৭. কবে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংবিধান প্রস্তাবনায় যুক্ত হয়?
 ➟ ১৯৭৬ খ্রিঃ, ৪২ তম সংবিধান সংশোধনীতে।

৬৮. কয়টি রাষ্ট্রকে নিয়ে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়?
 ➟ ৫১ টি।

৬৯. ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে?
 ➟ ১৯৪৬ খ্রিঃ।

৭০. কলকাতা এশিয়াটিক সোসাইটি কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
 ➟ ১৭৮৪ খ্রিঃ।

৭১. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
➟১৮৫৭ খ্রিঃ।

৭২. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য্য কে?
➟ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়।


অনুরোধ :
আমাদের এই পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, পোস্ট টি যদি ভালো লাগে তাহলে অব্যশই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ও আমাদের কমেন্ট করে জানান। 

Post a Comment

0 Comments