বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর

 নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর শেয়ার করবো। যদি ভালো লাগে অব্যশই কমেন্ট করে জানাবেন। 


বিগত বছরের বিভিন্ন পরীক্ষা আসা বাছাই করা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর

১| 'ডি এন এ'এর গঠন কারা আবিষ্কার করেন? >> জেমস ডেওয়ে ওয়াটসন ও ফ্রান্সিস হ্যারি কম্পটন ক্রিক।

২| ফণীমনসার কান্ডকে কী বলে? >> পর্ণকান্ড।

৩| ব্যাকটেরিয়াকে ধ্বংস করার জন্য লালারসে কী উৎসেচক থাকে? >> লাইসোজোম।

৪| হিমোগ্লোবিনের খনিজ উপাদান কী? >> লোহা।

৫| টায়ালিন কোন জাতীয় খাদ্য পাচিত করে? >> শ্বেতসার।

পদার্থবিদ্যা

৬| কী দিয়ে সরু তারের ব্যাস মাপা যায়? >> স্ক্রুগেজ।

৭| কোনো বস্তুকে ওপর দিকে ছুঁড়ে দিলে কেন তা আবার নীচে নেমে আসে? >> পৃথিবীর অভিকর্ষ বলের জন্য।

৮| জার্মান সিলভারে কী কী উপাদান থাকে? >> তামা, দস্তা ও নিকেল।

৯| পেরেকের ওপর হাতুড়ি মারা কোন বলের উদাহরণ? >> ঘাত বলের।

রসায়ন

১০| সব মূল্যবান প্রাকৃতিক পাথরের মূল উপাদান কী? >> অ্যালুমিনিয়াম অক্সাইড।

১১| ক্যামেরার ফিল্মে কোন পদার্থ থাকে? >> সিলভার ব্রোমাইড।

১২| জৈব তেল থেকে ডালডা তৈরিতে কী ব্যবহৃত হয়? >> তরল হাইড্রোজেন।

১৩| সোনা কিসে দ্রবীভূত হয়? >> অ্যাকোয়া রিজিয়াতে।

১৪| ক্লোরিন গ্যাস গ্রহণে কি রোগ হতে পারে? >> কনজাংটিভাইটিস।

ভারতের ইতিহাস

১৫| সৈয়দ বংশের পতন ঘটান কে? >> বহলুল লোদী।

১৬| 'শকারি' উপাধি কে নিয়েছিলেন? >> দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

১৭| হেলিওডোরাসের উপাধি কি ছিল? >> পরমভাগবত।

১৮| কনিষ্কের বিখ্যাত মস্তকহীন মূর্তি কোন শিল্পরীতির উদাহরণ? >> মথুরা।

১৯| প্রতিহার বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? >> প্রথম ভোজ।

ভারতের স্বাধীনতা সংগ্রাম

২০| 'গদর পার্টি' কোথায় তৈরি হয়েছিল? >> সানফ্রান্সিসকো।

২১| হর্ষবর্ধন কত বছর বয়সে থানেশ্বরের পূষ্যভূতি বংশের সিংহাসনে বসেন? >> ১৬ বছর।

২২| প্রাচীন বাংলার সর্বশ্রেষ্ঠ সম্রাট ধর্মপালের প্রধানমন্ত্রী কে ছিলেন? >> গর্গ নামে এক ব্রাহ্মণ।

২৩| কোন স্তম্ভ লিপি থেকে দেবপালের কৃতিত্ব জানা যায়? >> বাদাল স্তম্ভ লিপি।

২৪| সুলতানদের মধ্যে কে প্রথম 'ইকতা' ব্যবস্থার প্রবর্তন করেন? >> ইলতুৎমিস।

ভারতের ভূগোল

২৫| 22 মার্চ 'বিশ্ব জল দিবস' উপলক্ষে, কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক, উত্তরপ্রদেশ সরকার ও মধ্যপ্রদেশ সরকারের মধ্যে কোন দুটি নদীর সংযুক্তিকরণ এর জন্য এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত হল? >> 'কেন' ও 'বেতোয়া'। (নদী সংযুক্তিকরণ সংক্রান্ত কেন্দ্রীয় পরিকল্পনার অধীনে 'কেন' ও 'বেতোয়া' নদীর সংযুক্তিকরণ হল প্রথম প্রকল্প)।

২৬| ভাকরা ও নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর দেওয়া হয়েছে? >> শতদ্রু।

২৭| ভারতের বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটি? >> গুজরাটের লাম্বা।

২৮| কোন নদী দাক্ষিণাত্য মালভূমি ও উত্তর ভারতকে আলাদা করেছে? >> নর্মদা।

২৯| কোয়েম্বাটুর মহানগরটি কোন নদীর তীরে অবস্থিত? >> কাবেরির উপনদী 'নোয়িল'।

আন্তর্জাতিক ভূগোল

৩০| প্রাচ্যের জাপানের সঙ্গে পাশ্চাত্যের ব্রিটেনের অনেক মিল থাকায় জাপানকে কী বলে? >> প্রাচ্যের ব্রিটেন।

৩১| জাপানের বৃহত্তম কার্পাস বয়ন কেন্দ্র কোনটি? >> ওসাকা।

৩২| কোন পর্বত ইউরোপ থেকে এশিয়াকে বিচ্ছিন্ন করেছে? >> উরাল।

৩৩| পাকিস্তানের প্রধান ও দীর্ঘতম নদীর নাম কী? >> সিন্ধু।

৩৪| আরবের প্রধানতম তেল উৎপাদক দেশ কোনটি? >> সৌদি আরব।

রাষ্ট্রনীতি

৩৫| ভারতের সংবিধান কবে কার্যকর হয়? >> ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি।

৩৬| ভারতের সংবিধানে শিক্ষা বিষয়টি কোন তালিকায় অন্তর্ভুক্ত? >> যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত।

৩৭| ইংল্যান্ডের শাসন ব্যবস্থা কি ধরনের? >> এককেন্দ্রিক।

৩৮| উপরাষ্ট্রপতির প্রধান কাজ কী? >> রাজ্যসভায় সভাপতিত্ব করা।

৩৯| কোন দেশে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়? >> সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে।

অনুরোধ :
আমাদের এই পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, পোস্ট টি যদি ভালো লাগে তাহলে অব্যশই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ও আমাদের কমেন্ট করে জানান। 

Post a Comment

0 Comments