Railway Special GK Questions in Bengali | Railway Group D Question Paper

 নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে Railway Special GK Questions in Bengali শেয়ার করবো। যদি ভালো লাগে অব্যশই কমেন্ট করে জানাবেন। 


Railway Special GK Questions in Bengali


1. ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি রূপে কে নিযুক্ত হয়েছিলেন ?

উ: জাকির হোসেন

2. কত সালে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় ?

উ: 1952 সালে

3. অরিজিন অফ স্পেসিসের এর লেখক কে ?

উ: ল্যামার্ক

4. সাধারণ উষ্ণতায় তরল ধাতু কোনটি ?

উ: পারদ

5. কোন কারণের জন্য আকাশ নীল রঙের দেখায় ?

উ: বিক্ষেপণের জন্য

6. গুটি বসন্তের টিকা এর আবিষ্কারক কোন ব্যক্তি ?

উ: এডওয়ার্ড জেনার

7. প্রাণীদের বৃহত্তম গোষ্ঠীর নাম কি ?

উ: আর্থোপোডা

8. প্রোপেন এর রাসায়নিক ফর্মুলা হল ?

উ: C2H6

9. 700019 এটি কোন রাজ্যের পিনকোড ?

উ: পশ্চিমবঙ্গ

10. স্থিতিস্থাপকতা সর্বাধিক রয়েছে কোন জিনিসে ?

উ: ইস্পাত

11 আরাবল্লী পর্বতের সর্বোচ্চ চূড়া কোনটি ?

উ: গুরু শিখর

12. ঔরঙ্গজেব যখন মৃত্যুবরণ করেছিলেন তখন মারাঠাদের নেতৃত্ব কার কাছে ছিল ?

উ: তারাবাঈ

13. কুতুবউদ্দিন আইবক প্রথমবার দিল্লির সুলতান হয়েছিলেন কত অব্দে ?

উ: 1206 অব্দে

14. পৃথিবীর কোন স্থানে কোন মাধ্যাকর্ষণ বল কাজ করে না ?

উ: পৃথিবীর কেন্দ্রে

15. জিতল নামক তামার মুদ্রা প্রচলন করেন কোন শাসক ?

উ: ইলতুৎমিস

16. গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্সে ( GCRI ) 2021 ভারতের স্থান কততম ?

উ: 7 তম

17. প্রথম কৃত্রিম তন্তু হিসাবে বিবেচিত হয় ?

উ: নাইলন

18. সুগন্ধি লবণ বলা হয়ে থাকে কাকে ?

উ: অ্যামোনিয়াম কার্বনেটকে

19. ONGC এর সম্পূর্ণ নামটি কি ?

উ: অয়েল অ্যান্ড ন‍্যাচারাল গ‍্যাস কর্পোরেশন

20. অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয় পশ্চিমবঙ্গে তাকে কি বলা হয় ?

উ: আশ্বিনের ঝড়

21. কোন রাজ‍্যে চৌসাখাল ও বক্সারখাল অবস্থান করেছে ?

উ: বিহার

22. ইক‍্যুয়েটর থেকে মেরুতে তে গেলে g এর মান এর কি পরিবর্তন হবে ?

উ: বৃদ্ধি পাবে

23. দৈর্ঘ্য বরাবর তরঙ্গ কোন মাধ্যমের মধ্য দিয়ে যেতে পারে না ?

উ: শূন‍্য

24. রেশম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে ?

উ: কর্ণাটক

25. জায়গীরদার প্রথা প্রবর্তন করেছিলেন কোন মুঘল শাসক ?

উ: আকবর

26. বিরসা মুন্ডা স্টেডিয়াম ভারতের কোন স্থানে অবস্থিত রয়েছে ?

উ: রাঁচী

27. সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব রুপা কে নিযুক্ত হয়েছিলেন ?

উ: ট্রিগভি লি

28. মানুষের বংশগতি গঠনে পুরুষের ক্রোমোজোম এর বৈশিষ্ট্য কি অবস্থানে থাকে ?

উ: XY

29. জিয়োডিয়াসিস রোগের একান্ত কারণ কি ?

উ: প্রোটোজোয়া

30. ফাইলেরিযা রোগটি কোন মশার দ্বারা সৃষ্ট হয় ?

উ: কিউলেক্স মশা

অনুরোধ :
আমাদের এই পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, পোস্ট টি যদি ভালো লাগে তাহলে অব্যশই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ও আমাদের কমেন্ট করে জানান। 

Post a Comment

0 Comments