নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে খুবই গুরত্বপূর্ণ জিকের প্রশ্ন ও উত্তর শেয়ার করবো। যদি ভালো লাগে অব্যশই কমেন্ট করে জানাবেন।
খুবই গুরত্বপূর্ণ জিকের প্রশ্ন ও উত্তর
টাইগার হিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
দার্জিলিং
‘ধরিত্রী দিবস’ কবে পালন করা হয় ?
২২ শে এপ্রিল
Ellora caves কোন রাজ্যে অবস্থিত ?
মহারাষ্ট্র
Roger Federer কোন খেলার সঙ্গে যুক্ত ?
টেনিস
কোন গ্যাসকে মার্স গ্যাস বলে ?
মিথেন
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাদপত্র কোনটি ?
সংবাদ প্রভাকর
তিতুমীরের প্রকৃত নাম কী ?
সৈয়দ মীর নিসার আলী
কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?
আসাম
পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি ?
বৈকাল হ্রদ
ONGS এর ফুল ফর্ম কী ?
Oil and Natural Gas Corporation
স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?
লর্ড ডালহৌসি
কত সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় ?
১৯৪৪ সালে
এবছর (২০২১) বিশ্ব জল দিবস এর থিম কী ছিল ?
Valuing Water
‘ঝরা পালক’ কাব্যগ্রন্থের রচয়িতা কে ?
জীবনানন্দ দাশ
চিত্রকূট জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ছত্রিশগড়
World Radio Day কবে পালন করা হয় ?
১৩ই ফেব্রুয়ারি
গদর পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
১৯১৩ সালে
সোডা ক্রিষ্টাল নামে পরিচিত -
সোডিয়াম কার্বনেট
সাধারণ লবণ হিসেবেও পরিচিত -
সোডিয়াম ক্লোরাইড
সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
জন ক্লার্ক মার্শম্যান
কত খ্রিস্টাব্দে “অমৃতবাজার পত্রিকা” প্রকাশিত হয় ?
১৮৬৮ খ্রিস্টাব্দে
লোহার রাসায়নিক চিহ্ন হল -
Fe
BCCI এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
মুম্বাই
কোন নদীর অপর নাম শাল নদী ?
কোপাই নদী
“রামচরিতমানস”– এর রচয়িতা হলেন -
তুলসীদাস
পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ?
জিন্দাগাদা
ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
১৮০০ সালে
আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি ?
রাজস্থান
তথ্য জানার অধিকার আইন কত সালে পাশ হয় ?
২০০৫ সালে
Forest Research Institute কোথায় অবস্থিত ?
দেরাদুন
অনুরোধ :
আমাদের এই পোস্ট টি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, পোস্ট টি যদি ভালো লাগে তাহলে অব্যশই এটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ও আমাদের কমেন্ট করে জানান।
0 Comments