বর্ষাকাল অনুচ্ছেদ রচনা

বর্ষাকাল অনুচ্ছেদ রচনা

বর্ষাকাল :

বর্ষাকাল বছরের দ্বিতীয় ঋতু। আষাঢ় ও শ্রাবণ এই দু-মাস বর্ষাকাল। গ্রীষ্মকালের প্রচণ্ড গরমের পর বর্ষা আসে শান্তির বারি নিয়ে। বর্ষার আগমনে মানুষ, পশুপাখি, গাছপালা যেন মনে পায় অপার শান্তি। বর্ষার আগমনে চাষির মুখে হাসি ফুটে। চাষিরা চাষের কাজে মন দেয়। বর্ষার নতুন জল পেয়ে ব্যাংগুলি পর্যন্ত ঘ্যাঙর্-ঘ্যাঙর্ করতে শুরু করে দেয়। এসময় আকাশ মেঘে আচ্ছন্ন থাকে। এক-এক সময় চার-পাঁচদিন সূর্যকে দেখাই যায় না। কখনো ঝিরঝির, কখনো প্রবল বেগে বৃষ্টি হতে থাকে। গ্রীষ্মকালের শুষ্ক দিঘি, পুষ্করিণী, খাল, বিল প্রভৃতি জলাশয় জলে পরিপূর্ণ হয়ে ওঠে। কখনো মৃদু, কখনো জোরে দক্ষিণ দিক হতে বাতাস বইতে থাকে। বর্ষার শেষ ভাগে বাংলার মাঠগুলি সবুজ রং ধারণ করে। এ সময় কদম্ব, কেতকী প্রভৃতি ফুল ফোটে। বর্ষার ফলের মধ্যে পেয়ারা, আনারস, তাল প্রভৃতি উল্লেখযোগ্য। আবার বেশি বৃষ্টি হলে বন্যা দেখা দেয়। তখন মানুষের দুর্দশার অন্ত থাকে না।

Post a Comment

0 Comments