বসন্তকাল :
বসন্তকাল বছরের শেষ ঋতু। ফাল্গুন ও চৈত্র এই দু-মাস বসন্তকাল। বসন্তকালকে বলা হয় ঋতুরাজ। আবার চৈত্রমাসকে বলা হয় মধুমাস। ফাল্গুন মাসের প্রথম দিকে কুয়াশা পড়তে দেখা যায়। তখন আবহাওয়া থাকে নাতিশীতোয়। এসময় মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইতে শুরু করে। অবশ্য চৈত্র মাসের শেষের দিকে গরম পড়তে শুরু করে। ফাল্গুন মাসে গাছে গাছে আমের মুকুল দেখা দেয়। তাতে মৌমাছিরা গুনগুন করে। বসন্তের আগমনের সংবাদ বহন করে আনে কোকিল। এসময় গাছের ডালে ডালে বসে কোকিল মধুর স্বরে কুহু কুহু ডাক দেয়। বসন্তকালের প্রধান উৎসব দোল, বাসন্তী পূজা, চড়ক প্রভৃতি। চৈত্র মাসের শেষ ভাগে মাঝে মাঝে কালবৈশাখীর ঝড় দেখা দেয়। ডাল, সরিষা প্রভৃতি রবিশস্য এ সময় পাকে। এ সময় পলাশ, অশোক, শিমুল প্রভৃতি ফুল ফোটে। বসন্তকালে সবচেয়ে বেশি পাওয়া যায় বেল। বসন্তকালে মাঝে মাঝে হাম, গুটিবসন্ত প্রভৃতি রোগ দেখা দেয়।
0 Comments