কয়লা :
কয়লা দেখতে কালো হলেও অত্যন্ত প্রয়োজনীয় খনিজ পদার্থ। তাই কয়লাকে বলা হয় কালো হীরা। কয়লা মাটির গভীরে থাকে। সেখান থেকে খুঁড়ে ওপরে তুলে আনা হয়। একে বলা হয় কাঁচা কয়লা। কাঁচা কয়লাকে পুড়িয়ে করা হয় কাক কয়লা। এ কয়লা রান্নার কাজে, কলকারখানার কাজে ব্যবহৃত হয়। বিদ্যুৎ আমাদের অত্যন্ত উপকারী। সেই বিদ্যুৎ উৎপাদন করতেও কয়লার প্রয়োজন। কাঁচা কয়লাকে যখন পুড়িয়ে কোক কয়লা করা হয় তখন তা থেকে আলকাতরা, যাকারিন প্রভৃতি উপজাত দ্রব্য পাওয়া যায় যা আমাদের ব্যবহারে লাগে। পৃথিবীর অধিকাংশ দেশেই অল্প বিস্তর কয়লা পাওয়া যায়। পশ্চিমবঙ্গের রানিগঞ্জে উৎকৃষ্ট কয়লা পাওয়া যায়। এ ছাড়া ভারতের অন্যান্য স্থানেও কয়লা পাওয়া যায়।
0 Comments