গ্রীষ্মকাল :
গ্রীষ্মকাল বছরের প্রথম ঋতু। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দু-মাস গ্রীষ্মকাল। এ সময় দিন বড়ো হয় এবং রাত ছোটো হয়। প্রচণ্ড সূর্যকিরণে ধরণি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। খাল, বিল, দিঘি, পুষ্করিণীর জল শুকিয়ে যায়। মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যায়। দুপুরে মানুষ খুব কমই ঘর থেকে বাইরে বের হয়। পানীয় জলের অভাব দেখা দেয়। গ্রামাঞ্চলে লোক দূষিত জল পান করে নানা প্রকার রোগে আক্রান্ত হয়ে পড়ে। এ সময় শহরের রাস্তায় পিচ গলে যায়। ক্লান্ত পথিক গাছতলায় বসে বিশ্রাম নেয়। গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল প্রভৃতি ফল পাওয়া যায়। গ্রীষ্মকালে বছরের প্রথম উৎসব নববর্ষ উৎসব পালিত হয়। বাঙালি ব্যবসায়ীরা ওই দিন হালখাতা অনুষ্ঠান পালন করে। গ্রীষ্মকালের অপর এক উল্লেখযোগ্য অনুষ্ঠান হল ২৫শে বৈশাখ তারিখে রবীন্দ্র-জয়ন্তী উৎসব। এই প্রচণ্ড গরমে লোক যখন অস্বস্তি বোধ করে তখন মাঝে মাঝে কালবৈশাখীর আবির্ভাবে মানুষ কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলে।
0 Comments