বিদ্যালয় জীবনে খেলাধূলার ভূমিকা অনুচ্ছেদ রচনা

বিদ্যালয় জীবনে খেলাধূলার ভূমিকা অনুচ্ছেদ রচনা

বিদ্যালয় জীবনে খেলাধূলার ভূমিকা :

শিক্ষার একটি বড়ো অঙ্গ হল খেলাধূলা। ছাত্র জীবনে শুধু পড়াশোনা করলেই বুদ্ধির বিকাশ ঘটে না। পড়াশোনা করতে করতে একঘেয়েমি আসে। পড়াশোনাকে নীরস বলে মনে হয়। আসে ক্লান্তি ও বিরক্তি। কিন্তু যদি কিছুটা সময় খেলাধূলার জন্য রেখে দেওয়া যায় তাতে মনে হয় পড়ুয়ার মন প্রফুল্ল হয়ও পড়াশোনাতে মন সহজে বসে। সেই জন্য পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি ছেলেবেলা থেকেই নিয়মিত ব্যায়াম ও খেলাধূলা করা উচিত। এতে শরীর ও মন সুস্থ থাকে, সুস্থ শরীর না হলে সুস্থ মন হবে না। খেলাধূলার বিষয় হল শরীরচর্চা, ব্যায়াম, দৌড় ঝাঁপ, ছোটাছুটি, ফুটবল, ক্রিকেট, ভলিবল ইত্যাদি। খেলাধূলার মধ্য দিয়ে সামাজিক জীবনে জয় পরাজয়কে সহজভাবে গ্রহণ করার শিক্ষা পাওয়া যায়। শিক্ষা যেমন ছাত্রছাত্রীদের বড়ো হওয়ার জন্য প্রয়োজন, তেমনি খেলাধূলা তাদের মনের সার্বিক বিকাশের জন্য অপরিহার্য। তাই শিক্ষা ও খেলাধূলা একে অন্যের পরিপূরক। তাই আমরা বিদ্যালয়ে বিভিন্ন দূরত্বের দৌড়, রিলে দৌড়, হাইজাম্প, লংজাম্প, বস্তা দৌড়, অঙ্ক দৌড় প্রভৃতি খেলাগুলি সহজেই খেলতে পারি।

Post a Comment

0 Comments