তোমার প্রিয় বই অনুচ্ছেদ রচনা

তোমার প্রিয় বই অনুচ্ছেদ রচনা

তোমার প্রিয় বই :

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘ছোটো গল্প সংকলন' আমার প্রিয় বই। শরৎচন্দ্র আমার প্রিয় লেখক। তাই তাঁর বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। এক বৃষ্টি ভেজা ছুটির দিনে বাবার আলমারি থেকে টেনে আনলাম ‘রামের সুমতি'। এক নিঃশ্বাসে পড়ে ফেললাম বইটা। এই আমার শরৎচন্দ্রকে প্রথম জানা, প্রথম চেনা। এরপর পড়লাম তাঁর ‘মহেশ’, ‘অভাগীর স্বর্গ' গল্পগুলি। তিনি তাঁর গল্পে বাংলার সামাজিক এক সুস্পষ্ট চিত্র তুলে ধরেছেন। মহেশ গল্পে তৎকালীন সমাজের লাঞ্ছিত মানুষদের এক প্রতিনিধি হল গফুর। শরৎচন্দ্র আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন মহেশের প্রকৃত খুনি হল এই নিষ্ঠুর সমাজ। মহেশ গল্পটি পড়তে পড়তে বুঝলাম এই মানবদরদী লেখক তাঁর লেখনী দিয়ে আমাদের দৃষ্টি ফিরিয়েছেন সাধারণ মানুষের দিকে। পল্লিবাংলার বাস্তব চিত্রের দিকে। এই গল্প সংকলন পড়েই আমার সাহিত্যের প্রতি অনুরাগ জন্মায়। তাই এটিই আমার প্রিয় বই। তবে বড়ো হয়ে আমি লেখকের ‘শ্রীকান্ত’, ‘পল্লীসমাজ’ প্রভৃতি বইগুলি পড়তে চাই।

Post a Comment

0 Comments