ছুটির দিনে বনভোজন অনুচ্ছেদ রচনা

ছুটির দিনে বনভোজন অনুচ্ছেদ রচনা

ছুটির দিনে বনভোজন :

এবার শীতে অর্থাৎ ২৫ ডিসেম্বর আমার মা, বাবা, কাকু, কাকিমা, বোন সবাই মিলে শিলাবতী নদীর ধারে বনভোজনে গিয়েছিলাম। বাবা অনেকদিন আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল। সেই মতো সকালে ছোট্ট গাড়িতে করে আমরা রান্না ও খেলাধুলার সরঞ্জাম নিয়ে সেই নদীর ধারে ফাঁকা জায়গায় গিয়ে পৌছালাম। গিয়ে টিফিন খেয়েই মা-কাকিমারা রান্নার জোগাড় করতে লাগলেন। আমি, বোন, কাকু ক্রিকেট ব্যাট-বল নিয়ে খেলতে আরম্ভ করলাম। বাবা, কাকু, আমি কিছুক্ষণ ফুটবলও খেললাম। এরপর শিলাবতী নদীতে স্নান করতে গেলাম। নদীতে স্নান করতে অপূর্ব লাগল । এই প্রথম নদীতে স্নান করায় মজা পেলাম। ভয় লাগছিল ঠিকই কিন্তু খুবই আনন্দ আছে। সবাই মিলে তারপর খেতে বসলাম । ভাত, মাংস, ইলিশ মাছ, রসগোল্লা প্রভৃতি ছিল। তারপর বিকেলে সবাই মিলে মজা করতে করতে বাড়ি ফিরে এলাম।

Post a Comment

0 Comments