একটি ভ্রমণের অভিজ্ঞতা:
গত দুর্গাপূজোর ছুটিতে আমার মা, বাবা, দিদি আর আমি হাওড়া থেকে জগন্নাথ এক্সপ্রেসে চেপে পুরী বেড়াতে গিয়েছিলাম। সেই প্রথমবার আমি দূরপাল্লার ট্রেনে চেপে চলেছি, মনে দারুণ আনন্দ। সারা রাত কাটিয়ে পরদিন সকালে ট্রেন পৌছালো স্টেশনে। আমরা একটি অটো নিয়ে এলাম আমাদের নির্দিষ্ট হোটেলে। হোটেল থেকে সমুদ্র ও পুরীর জগন্নাথদেবের মন্দির ভালোভাবে দেখা যায়। হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা সমুদ্রে স্নান করতে গেলাম। এই প্রথম আমার সমুদ্র দেখা। তালগাছের মতো বিশাল বিশাল ঢেউ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। স্নান সেরে হোটেলে ফিরে এসে খাওয়া দাওয়া সেরে বিকালে আবার গেলাম সমুদ্রের উপর। শুকনো মাছ, কাঁকড়া, বড়ো বড়ো শামুক দেখে আশ্চর্য হয়ে গেলাম। পরদিন স্নান সেরে মন্দিরে পুজো দিয়ে টুরিস্ট বাসে চেপে আমরা উদয়গিরি, খণ্ডগিরি, কোণারক প্রভৃতি দর্শনীয় স্থানগুলি দেখলাম। এখানকার মন্দিরের গায়ের শিল্পকার্য আমাকে অবাক করল। তিনদিন পুরীতে কাটিয়ে কলকাতায় ফিরে এলাম। এখানে এসেও সমুদ্রের গর্জন যেন কয়েকদিন শুনতে পাচ্ছিলাম।
0 Comments