একটি বৃষ্টির দিন :
গত ১৫ আগস্ট সকালে আমি আমার বোনের সাথে বিদ্যালয়ে গিয়েছিলাম। সব স্যারদের উপস্থিতিতে পতাকা উত্তোলন করলেন প্রধান শিক্ষক মহাশয়। সকাল থেকেই আকাশ মেঘলা ছিল কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শুরু হল মুষলধারে বৃষ্টি। কাছে ব্যাগ ও বইপত্র ছিল না তাই অন্যান্য বন্ধুদের সঙ্গে বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি ফিরে এলাম। সে কী আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। বাড়ি আসতেই মা খুব বকাবকি করে গা-মাথা মুছিয়ে দিলেন। কিন্তু তারপর গরম গরম খিঁচুড়ি ও পাঁপড় ভাজা খেতে দিলেন। আমরা খেয়ে দেয়ে কাগজের নৌকা তৈরি তৈরি করে উঠানের জলে ভাসাতে লাগলাম। বৃষ্টি এক নাগাড়ে পড়েই চলেছে। পড়ার কোনো তাড়া নেই। বিকালে বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে গেলাম। গোটা গায়ে কাদা মাখামাখি করে সন্ধ্যার আগে বাড়ি ফিরে এলাম। বৃষ্টির দিনটি খুব আনন্দ করেই কেটে গেল।
0 Comments