একটি গ্রাম অনুচ্ছেদ রচনা

একটি গ্রাম অনুচ্ছেদ রচনা

একটি গ্রাম :

আমার গ্রামের নাম কৃষ্ণপুর। এটি পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে শিলাবতী নদী। প্রিয় লে এই নদীতে সারা বছর জল থাকে না কিন্তু বর্ষাকালে রণমূর্তি ধারণ করে। এখানকার বেশিরভাগ মানুষ কৃষ্ণভক্ত। গ্রামের মাঝে আছে বিখ্যাত কৃষ্ণ-রাধিকার মন্দির। শোনা যায় এই মন্দির থেকেই নাকি কয়পুর নামটি এসেছে। নদীর ওপারে একটা বিশাল মাঠ। ওই মাঠে শরৎকালে সবুজ ধান গাছ পূর্ণ হয়ে থাকে। শীতকালে ফসল কাটা হয়ে গেলে পড়ে থাকে ধূ ধূ করা মাঠ। আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে। গ্রামের মধ্যেই আছে পোস্ট অফিস। গ্রামের পূর্বদিকে আছে শিব মন্দির, মাঝে শীতলা মন্দির এবং পশ্চিমে কালী মন্দির। গ্রামটি ছোটো হলেও বেশ উন্নত৷ এখানে অনেকগুলি পাড়া আছে। যেমন—চৌধুরী পাড়া, ঘোষ পাড়া, রায় পাড়া ইত্যাদি। গ্রামে এখান পাকা রাস্তা ও হাসপাতাল হয়েছে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ এসেছে। এই গ্রামের মানুষ একে অপরের সঙ্গে বেশ সহযোগিতাপূর্ণভাবে বাস করে। আমার এ গ্রামের জন্য আমি গর্বিত।

Post a Comment

0 Comments