গ্রামের মেলা :
আমাদের গ্রামের নাম বকুলপুর। এটি কুচবিহার জেলায় অবস্থিত। প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের গ্রামে গাজন ও চড়কের মেলা অনুষ্ঠিত হয়। আমাদের গ্রামের পাশে শান্তিনাথ শিব মন্দিরের সামনে এই মেলা বসে। মেলার কয়েকদিন আগে থেকে শিব মন্দিরের গাজনের ঢাক-ঢোল বেজে ওঠে। গ্রামের লোকেরাই শিবের গাজনের সন্ন্যাসী হন। গাজনের শেষ দিনে হয় চড়ক। চড়কের খুঁটির মাথায় চেপে অদ্ভূত কায়দায় সন্ন্যাসীরা ঘুরপাক খান। এটি একটি মজার দৃশ্য।
আমি দাদা, দিদি, ছোটোবোন বেলা এবার একসঙ্গে পায়ে হেঁটে মেলা দেখতে গেলাম। এই মেলায় মানুষ তাদের হরেক রকম প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করে। তেলেভাজা আর জিলিপির গন্ধে বাতাস ভরে ওঠে। মেলায় আনন্দ দেবার জন্য আসে সার্কাস, ম্যাজিক, নাগরদোলা প্রভৃতি। ছোটো ছেলে-মেয়েদের এই মেলার আনন্দের শেষ থাকে না। কোথাও চলে পুতুল নাচ, যাত্রা, কবিগান, কথকতা ইত্যাদি। ছোট্টো মেয়েটি তার হাতের সদ্য কেনা কাঁচের চুড়ি দু’গাছি মাটিতে পড়ে গিয়ে ভেঙে ফেলে কাঁদছে। এইসব অভূতপূর্ব কত্ কী দেখে—বাড়ির ছেলে মেয়েদের জন্য কয়েকটি খেলনা ও কিছু খাবার জিনিস কিনে সন্ধ্যায় আমরা সকলে বাড়ি ফিরলাম।
0 Comments