পরিবেশ দূষণ ও তার প্রতিকার অনুচ্ছেদ রচনা

 

পরিবেশ দূষণ ও তার প্রতিকার অনুচ্ছেদ রচনা

পরিবেশ দূষণ ও তার প্রতিকার :

আমরা যেখানে বসবাস করি তার চারপাশের মানুষজন, গাছপালা, পশুপাখি, পাড়া প্রতিবেশী এসব নিয়েই আমাদের পরিবেশ। আলো, বাতাস, পুকুর, ডোবা, জল, মাটিও পরিবেশের অন্তর্ভুক্ত। এই পরিবেশের স্বাভাবিক অবস্থা নষ্ট হলে আমরা তাকে বলি পরিবেশ দূষণ। পরিবেশ দূষিত হলে জনস্বাস্থ্য বিঘ্নিত হয়। তাই এই পরিবেশকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখা আমাদের দায়িত্ব ও কর্তব্য। কলকারখানা, মোটরগাড়ির ধোঁয়া বাতাসকে দূষিত করে। বাজি ফাটানো, কলকারখানার জোরালো আওয়াজও পরিবেশকে দূষিত করে। আবার পুকুরের জলে নোংরা ফেলা, গোরু, ছাগল স্নান করানোর ফলেও পরিবেশের জল দূষিত হয়। কারণ ওই নোংরা জলে মশা, মাছির জন্ম হয়ে রোগ জীবাণু ছড়াবে। তাই এই দূষণ প্রতিকারের জন্য প্রচুর গাছ লাগাতে হবে। বাজি, পটকা, মাইক-এর ব্যবহার কমাতে হবে। জোরালো হর্ন বাজানো চলরে না। তাই পরিবেশকে দূষণমুক্ত করতে হলে পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে হবে।

Post a Comment

0 Comments